আরমান হোসাইন, পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (৩ বিজিবি) এর উদ্যোগে একটি মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে।
বুধবার (১০ জানুয়ারি ২০২৬) পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)-এর অধীনস্থ ওয়াইনথং বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার ওয়াইনথং ওয়াই পয়েন্টে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প এর আওতায় এই মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
মেডিকেল ক্যাম্পেইনে স্থানীয় অসহায়, হতদরিদ্র ও অসুস্থ ২১ জন পাহাড়ী শিশুকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। একই সঙ্গে প্রয়োজনীয় ঔষধও বিনামূল্যে বিতরণ করা হয়।
ক্যাম্পেইনে চিকিৎসা সেবা প্রদান করেন পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)-এর মেডিকেল অফিসার মেজর মোঃ নাঈমুল মুশফিক নাঈম, এএমসি। এ সময় বিজিবির অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
স্থানীয়রা বিজিবির এ ধরনের মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দুর্গম সীমান্ত এলাকায় বসবাসকারী মানুষের জন্য এ ধরনের চিকিৎসা সেবা অত্যন্ত প্রয়োজনীয় ও প্রশংসনীয়।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং স্থানীয় জনগণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।