বরগুনা প্রতিনিধিঃ
বরগুনার আমতলী উপজেলার ১নং গুলিশাখালী ইউনিয়নের গোছখালী বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
৮ জানুয়ারী বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ৫০মিনিটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় বিপুল পরিমাণ মালামালসহ ৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
এতে আনুমানিক ৩৫ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। পুড়ে যাওয়া বাজারের ৫টি দোকানের মধ্যে, দুইটি ঔষধের দোকান এবং দুটি মুদি দোকান এবং একটি বইয়ের লাইব্রেরী ছিলো।
আমতলী ফায়ার সার্ভিস ষ্টেশনের ওয়ার হাউজ ইন্সপেক্টর মো.হানিফ বলেন ৯৯৯-এ খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনা স্থলে আমরা পৌছে আধাঘণ্টার চেস্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।
আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানা না গেলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।