চৌদ্দগ্রাম প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে পৌরসভা এলাকায় অবৈধ স্থাপনা ও যত্র তত্র যানবাহন পার্কিং এর মাধ্যমে যানজট প্রতিরোধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৮ জানুয়ারী) দুপুরে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) শাফকাত আলী। এ সময় তাকে সহযোগিতা করেন পৌরসভার চৌকস টিম, চৌদ্দগ্রাম থানা ও হাইওয়ে পুলিশের দুটি দল।
এসময় রাস্তা দখল করে রাখা অবৈধ দোকান উচ্ছেদ এর পাশাপাশি মহাসড়কে প্রতিবন্ধকতা তৈরি করে অবৈধভাবে যাত্রী উঠানামা করানোর অভিযোগে মদিনা ও যমুনা বাসকে জরিমানা করা হয়।
জানা গেছে, মহাসড়কের পাশে অবৈধভাবে গড়ে উঠা বিভিন্ন দোকানপাট ও ফুটপাতের উপর স্থাপনা সরিয়ে নিয়ে গত এক সপ্তাহ ধরে চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গণসচেতনতামূলক মাইকিং সহ বিভিন্ন প্রচারণা করে আসছে। প্রচারণা ও উপজেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী গত বুধবার এর মধ্যে সকল অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার কথা থাকলেও অবৈধ দখলদাররা তা না করে বরং বৃহস্পতিবার সকালেও নিজ নিজ ব্যবসা পরিচালনা করে আসছিলো।
এছাড়াও মহাসড়কের পাশের বিভিন্ন মার্কেটের ব্যবসায়ীরা ফুটপাতের উপর অবৈধভাবে নির্মিত বিভিন্ন স্থাপনা না সরিয়ে বরং সেখানে দোকানের মালামাল রেখে নিজ নিজ ব্যবসা পরিচালনা করে আসছে। পূর্ব ঘোষণা অনুযায়ী চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসন বৃহস্পতিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বাজারের যানজট নিরসন ও শৃঙ্খলা রক্ষার্থে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে।
এ সময় বুলডোজার দিয়ে মহাসড়কের পাশের সকল অবৈধ স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়। অবৈধভাবে বসা সকল ব্যবসা প্রতিষ্ঠানের চৌকি সহ মালামাল জব্দ এবং অবৈধ সকল দোকানপাট উচ্ছেদ করা হয়।
এদিকে অভিযানকালে চৌদ্দগ্রাম বাজারে অবৈধ পার্কিং করে কৃত্রিম যানজট সৃষ্টি সহ সড়ক আইন ভঙ্গের দায়ে কুমিল্লা-ফেনী রুটের যাত্রীবাহী একটি যমুনা বাস (চট্ট মেট্রো-জ-১৪-১০৮৭) এর চালক মো. জালালকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও একটি ভেটেরিনারী ঔষধ দোকানে বোতলজাত তরল গরুর দুধের সাথে গুরুর মাংসের চর্বি সংরক্ষণের দায়ে বাজারের এক ব্যবসায়ী জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাফকাত আলী বলেন জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। এই পৌরসভা আপনাদের সকলের। যত্রতত্র ময়লা ফেলে খাল-ড্রেন-কালভার্ট বন্ধ না করা, অবৈধভাবে ফুটপাত দখল না করা, অবৈধ ভাবে গাড়ি পার্কিং না করাসহ সামগ্রিক শৃঙ্খলা মেনে চলার জন্য সম্মানিত পৌরবাসী ও সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে অনুরোধ করা