শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধি:
আমতলী, তালতলী ও কলাপাড়া উপজেলার বীজ দলের ৯০ জন কৃষকদের সক্ষমতা বৃদ্দির জন্য বৃহস্পতিবার সকাল ১১ টায় আমতলী উপজেলা কৃষি অফিস চত্ত্বরে দিনব্যাপী এক প্রশিক্ষণ অনিুষ্টিত হয়।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরীরর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিএডিসি বরিশাল সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী চঞ্চল কুমার মিস্ত্রী।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালীর নির্বাহী প্রকৌশলী জগন্নাথ বিশ্বাস, আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাসেল, বিএডিসি বরগুনার সহকারী প্রকৌশলী মো. ইয়াকুব আলী।
অনান্যের মধ্যে বক্তব্য রাখেন আমতলী প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল করিম ও আমতলী উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদের সাধারন সম্পাদক মো. হায়তুজ্জামান মিরাজ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএডিসি আমতলীর উপ-সহকারী পকৌশলৗ সৈয়দ মোহাইমিনুল ইসলাম।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩