শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
চৌদ্দগ্রামে পৌরসভা এলাকায় অবৈধ স্থাপনা যানজট প্রতিরোধে উচ্ছেদ অভিযান খালেদা জিয়ার স্মরণে পূবাইলে বিএনপি ও অঙ্গসংগঠনের দোয়া মাহফিল বাউফলে ট্রাকচাপায় অটোরিকশা চালক নিহত, আহত ২ দিনাজপুর-৬ আসনে জামায়াতের প্রার্থীর নির্বাচনী মাঠে বাড়ছে তৎপরতা ব্লাড ক্যান্সারে আক্রান্ত প্রবাসী শুকুরের পাশে ‘বন্ধুত্ব মানবসেবা ফাউন্ডেশন’ মোংলা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত নওগাঁয় প্রাণিসম্পদ সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ ত্রিশালে পিকাআপ সহ গরু চোর চক্র আটক আমতলীতে কৃষকদের সক্ষমতা বৃদ্ধিতে দিন ব্যাপী প্রশিক্ষন অনুষ্ঠিত ঝালকাঠির দু’টি আসনের বিএনপির মনোনীত প্রার্থীদের মতবিনিময় খালেদা জিয়ার মৃত্যু নিয়ে কটুক্তির অভিযোগে মাদ্রাসা অধ্যক্ষের অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ নীলফামারী-১ আসনের জামায়াত প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময় চবিতে ভর্তি পরীক্ষায় নকলের দায়ে দুই পরীক্ষার্থী বহিষ্কার নিরাপদ-মানবিক ও আধুনিক বরগুনা গড়তে চান নজরুল ইসলাম যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেন গোয়াইনঘাটের বিএনপির নেতা খোকন কুবিতে টাইম ম্যানেজমেন্ট শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মাভাবিপ্রবিতে ‘বিপ্লব থেকে বিজয়’ শীর্ষক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা তিস্তার ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের দাবি এলাকাবাসীর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রামদা হাতে আসার অভিযোগে নিরাপত্তাকর্মী গ্রেপ্তার শার্শায় ভেজাল গুড় কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রামদা হাতে আসার অভিযোগে নিরাপত্তাকর্মী গ্রেপ্তার

মোতাহের উদ্দিন, চবি প্রতিনিধিঃ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) তিনজন ব্যক্তিকে কোপানোর উদ্দেশ্যে রামদা হাতে আসার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের এক নিরাপত্তাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) রাত প্রায় ১১টার দিকে চবির শাহ আমানত হল এলাকায় এ ঘটনা ঘটে।

আটক নিরাপত্তাকর্মীর নাম নূর ইসলাম বিপ্লব, যিনি ‘আতঙ্ক বিপ্লব’ নামে পরিচিত। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত রয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং অস্ত্র আইন ও হত্যাচেষ্টার অভিযোগে তার বিরুদ্ধে মামলা এজাহার করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় ও পুলিশ সূত্রে জানা যায়, নূর ইসলাম বিপ্লবের সঙ্গে তার স্কুলজীবনের কয়েকজন জুনিয়রের চোরাই মোবাইল বিক্রিকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হয়। ওই তিন ব্যক্তি বহিরাগত হলেও শাহ আমানত হলের এক শিক্ষার্থীর তত্ত্বাবধানে হলে অবস্থান করছিলেন। বিরোধের খবর পেয়ে নূর ইসলাম বিপ্লব রামদা হাতে হলে প্রবেশের চেষ্টা করেন। এ সময় হলের কয়েকজন শিক্ষার্থী তাকে হাতেনাতে আটক করে।

চবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) আবু হেনা মোস্তফা কামাল বলেন, “রাতে আমাদের টিম অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে হাটহাজারী থানায় পাঠিয়েছে। মামলার বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী বলেন,“ঘটনার পর তাকে পুলিশ থানায় পাঠানো হয়েছে। যেহেতু তিনি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মী, তাই প্রশাসনিকভাবে কী ব্যবস্থা নেওয়া যায়, তা নিয়ে আলোচনা চলছে।”

উল্লেখ্য, অভিযোগ রয়েছে চবি ল্যাবরেটরি কলেজে অধ্যয়নকালে নূর ইসলাম বিপ্লব চবি ছাত্রলীগের ইকবাল গ্রুপের কর্মী ছিলেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩