কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে উপজেলা কর্মকর্তাদের সাথে মাসিক উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে জেলা প্রাণিসম্পদ অফিসের সম্মেলন কক্ষে এ মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ হাবিবুর রহমান।
সভায় প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, বন্যাপ্রবণ এলাকার সমস্যা, গবাদিপশু ও হাঁস-মুরগির রোগ প্রতিরোধ, টিকাদান কর্মসূচি এবং সরকারি নির্দেশনা বাস্তবায়ন নিয়ে আলোচনা করা হয়।
এতে কুড়িগ্রামের ৯ উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।