বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজারে জামায়াতে ইসলামী আয়োজিত এক ছাত্র সমাবেশে শহীদ আবু সাইদ, মীর মুগ্ধ ও শহীদ শরিফ ওসমান হাদীর স্বপ্নের বাংলাদেশ গড়তে ছাত্রসমাজকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার আহবান জানিয়েছে জামায়াতের নেতৃবৃন্দ।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে দোয়ারাবাজার উপজেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত এই সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
বক্তারা বলেন, আগামীর বাংলাদেশ কেমন হবে, তা আজকের শিক্ষার্থীদেরই নির্ধারণ করতে হবে। ছাত্রসমাজ যেভাবে ২৪ জুলাই গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, ঠিক একইভাবে শহীদ আবু সাইদ, মীর মুগ্ধ ও শহীদ শরিফ ওসমানের স্বপ্নের ন্যায় ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গঠনে ছাত্রসমাজকে কাজ করতে হবে।
তারা আরও বলেন, বৈষম্যমুক্ত সমাজ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে ছাত্রসমাজের ভূমিকা অপরিসীম। ছাত্রসমাজ চাইলে সৎ ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে দেশে ইনসাফ প্রতিষ্ঠা করা সম্ভব হবে এবং মানুষের অধিকার নিশ্চিতকারী রাষ্ট্র গড়ে উঠবে।
বক্তারা জানান, আগামী ১২ ফেব্রুয়ারি আগামীর বাংলাদেশ কোন পথে যাবে, তা নির্ধারিত হবে। তাই কারা সেই স্বপ্নের বাংলাদেশকে নেতৃত্ব দেবে এবং কাদের হাতে দেশ নিরাপদ থাকবে—সে সিদ্ধান্ত এখন থেকেই নিতে হবে।
দোয়ারাবাজার উপজেলা জামায়াতের আমির ডা. হারুন অর রশীদের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসাইনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা ও আসন কমিটির পরিচালক অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার।
বিশেষ অতিথি ছিলেন জামায়াতের মিডিয়া বিভাগের পরিচালক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, ইসলামী ছাত্রশিবির সুনামগঞ্জ জেলা অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য জাহারুল ইসলাম।
এছাড়াও বক্তব্যদেন, উপজেলা যুব ফোরাম সভাপতি ইসমাঈল হোসাইন, সহ-সভাপতি কাজী জহিরুল ইসলাম, ইসলামী ছাত্রশিবির দোয়ারাবাজার উপজেলা সভাপতি আজিজুর রহমান, দোয়ারা দক্ষিণ থানা শাখার সভাপতি সালমান আহমদ, কলাউড়া মাদ্রাসা থানা শাখার সভাপতি আব্দুল্লাহ আল মারুফসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক ছাত্রনেতা উপস্থিত ছিলেন।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩