বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
মোতাহের উদ্দিন, চবি প্রতিনিধি:
পাঠকপ্রিয় জাতীয় দৈনিক প্রথম আলো–এর পাঠক সংগঠন প্রথম আলো বন্ধুসভা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার নবগঠিত কার্যনির্বাহী কমিটি অনুমোদন পেয়েছে। সদ্য অনুমোদিত এই কমিটি ২০২৬ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবে।
নবগঠিত কমিটিতে ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক তাকিত মল্লিক–কে সভাপতি এবং যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের (২০২১–২২ সেশন) শিক্ষার্থী জয়প্রকাশ মণ্ডল–কে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে।
কমিটির দুই সহ-সভাপতি হলেন দর্শন বিভাগের (২০২০–২১ সেশন) শিক্ষার্থী বিনয় সূত্রধর এবং মেরিন সায়েন্স বিভাগের (২০২০–২১ সেশন) শিক্ষার্থী রওশন আরা রব রাহি।
এছাড়া অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন-যুগ্ম সাধারণ সম্পাদক: আফরিন অমি ও সাজিদ আনোয়ার অর্ণব, সাংগঠনিক সম্পাদক: ইজাজ বিন হোসাইন,সহ-সাংগঠনিক সম্পাদক: জয়দেব রায়, অর্থ সম্পাদক: রিপা সাহা, দপ্তর সম্পাদক: মনোরঞ্জন রায় উত্তম, প্রচার সম্পাদক: মারুফ হাসান, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক: মুহাম্মদ রিয়াদউদ্দিন, সাংস্কৃতিক, সম্পাদক: মারিয়া আলম, জেন্ডার ও সমতা বিষয়ক সম্পাদক: মিম আক্তার, প্রশিক্ষণ সম্পাদক: সুদীপ চাকমা, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক: প্রমিতা ত্রিপুরা, ক্রীড়া ও স্বাস্থ্য সম্পাদক: পবিত্র রানী, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক: মো. মনিরুজ্জামান রাজ, পরিবেশ ও সামাজিক, যোগাযোগ সম্পাদক: রাবিনা ফেরদৌসী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক: ফাহমিদা আক্তার ফিমা, ম্যাগাজিন সম্পাদক: মো. সাজ্জাদ হোসাইন, বইমেলা সম্পাদক: সৌরভ চন্দ্র রায়
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন রাজেশ রুদ্র, মোহাম্মদ শাহ আলম ও কোহিনুর রহমান।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাধারণ সম্পাদক জয়প্রকাশ মণ্ডল বলেন, “প্রথম আলো বন্ধুসভা বাংলাদেশের একটি প্রথম সারির সংগঠন। এই সংগঠনের নিজস্ব একটি ঐতিহ্য রয়েছে। আমি গর্বের সঙ্গে সেই ঐতিহ্য বজায় রেখে দায়িত্ব পালন করতে চাই।”
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩