মঙ্গলবার, ০৬ জানুয়ারী ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
আল আমিন, বোদা প্রতিনিধি:
সেনাবাহিনীর মানবিক কার্যক্রমের অংশ হিসেবে পঞ্চগড়ের বোদা উপজেলায় অসচ্ছল ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে বোদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের উদ্যোগে এবং ২৯ বীরের তত্ত্বাবধানে শতাধিক অসচ্ছল ও ছিন্নমূল মানুষের মাঝে উন্নতমানের কম্বল তুলে দেন লেফটেন্যান্ট তাওসিফ আহমেদ মুন্না।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুল হান্নান ও ওয়ারেন্ট অফিসার মিরাজ।
তীব্র শীতে সেনাবাহিনীর এই উপহার পেয়ে সাধারণ মানুষ জানান, অনেক ঠান্ডায় এই কম্বল পাওয়ায় তাদের কষ্ট কমে যাবে। শীতে তারা অনেক কষ্ট করছিলেন এবং সেনাবাহিনীর এই সহায়তায় তাদের সেই কষ্ট লাঘব হবে।
এদিকে গত দুদিন ধরে বোদাসহ পঞ্চগড় জেলায় হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় তীব্র শীত বিরাজ করছে।
পঞ্চগড়ের তেতুলিয়া আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ১২.৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ৮৬ শতাংশ রেকর্ড করা হয়েছে। বর্তমানে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬ থেকে ৮ কিলোমিটার।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩