মোহাম্মদ সেলিম, ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধিঃ
কক্সবাজারের ঈদগাঁওয়ে বিভিন্ন গ্যাস সিলিন্ডারের দোকানে অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার দিনে ঈদগাঁও বাজারে এ অভিযান পরিচালিত হয়।
এসময় গ্যাস সিলিন্ডারের অবৈধ মজুদ , সরকার নির্ধারিত মূল্যের বেশি রাখা ,মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ওজনে কম দেয়ার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের অনুবলে তিন দোকানিকে ১৪০০০(চৌদ্দ হাজার)টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: কামরুল ইসলাম।এসময় তাকে সহযোগিতা করেন ঈদগাঁও থানা পুলিশ। তিনি জানান,জনস্বার্থে এই অভিযান চলমান থাকবে।