রামবাবু বর্মন, জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটের কালাই উপজেলায় সংঘটিত ডাকাতি ও হত্যাচেষ্টার ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৪ জানুয়ারি ২০২৬) দুপুর ১২টায় জয়পুরহাটে সাংবাদিকদের সঙ্গে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মিনা মাহমুদা এবং কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ ডিসেম্বর ২০২৫ তারিখ গভীর রাতে (প্রায় রাত ২টা) কালাই উপজেলার নান্দাইল পূর্বপাড়া এলাকার বাসিন্দা মোছাঃ শাহানার বেগম (৪২)-এর বসতবাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা বাড়ির বারান্দার গ্রিলের তালা কেটে ভেতরে প্রবেশ করে ধারালো অস্ত্রের মুখে তাকে জিম্মি করে। এরপর শয়নকক্ষের স্টিলের বক্স ভেঙে নগদ ৭ লাখ টাকা, প্রায় ৬ ভরি স্বর্ণালংকার, কানের স্বর্ণের রিং ও একটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।
ডাকাতির সময় শাহানার বেগমকে গুরুতরভাবে আহত করা হয়। পরে তাকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসক তার কানে ৮টি সেলাই দেন।
এ ঘটনায় ভিকটিম কালাই থানায় একটি মামলা দায়ের করলে ডাকাতি ও অস্ত্র ব্যবহারজনিত ধারায় মামলা রুজু হয়। মামলার পর পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে বগুড়া জেলার শিবগঞ্জ এলাকা থেকে এজাহারভুক্ত প্রধান আসামিসহ পাঁচজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন-মোঃ মোতালেব হোসেন, মোঃ সবুজ মিয়া (২৮), মোঃ আঞ্জুমান (২৮), মোহাম্মদ আলী (৪০) ও মোঃ বিপুল (২৮)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির ঘটনার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে জানায় পুলিশ।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতরা একটি আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য এবং তাদের বির।