এম এ জুনেদ, গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধিঃ
সিলেটের গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ অভিযানে তিনজনকে আটক করে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত দুটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে এবং পরিবেশবিধ্বংসী কাজে ব্যবহৃত ১০টি বারকি নৌকা ধ্বংস করা হয়।
পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গেছে, গত শনিবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ওমর ফারুক ও গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত তিনজনকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন- সেলিম মিয়া (২৮), পিতা-আবদাই মিয়া, মাতা-হোসনে আরা বেগম, সাং-দিরাই কদমতলী, থানা-দিরাই, জেলা-সুনামগঞ্জ, মোঃ হারুন অর রশিদ (২৩), পিতা-বাবুল মিয়া, মাতা-মোরশেদা বেগম, সাং-মোহাম্মদপুর, থানা-গোয়াইনঘাট, জেলা-সিলেট, মোঃ সাবেল (৩২), পিতা-সুরুজ মিয়া, মাতা-হেনা বেগম, সাং-চালিয়া এয়ারপোর্ট, থানা-সদর, জেলা-সিলেট।
প্রশাসন জানায়, অবৈধ বালু উত্তোলনের ফলে নদীভাঙন, পরিবেশগত ভারসাম্যহীনতা ও জননিরাপত্তা ঝুঁকির মুখে পড়ছে। এসব বেআইনি কর্মকাণ্ড বন্ধে উপজেলা প্রশাসন ও পুলিশ যৌথভাবে নিয়মিত অভিযান পরিচালনা করবে।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, আইনশৃঙ্খলা রক্ষা ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।