মোঃ হাসান হাওলাদার, কমলনগর উপজেলা (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ
অবৈধ ইটভাটার জন্য কৃষিজমির টপসয়েল আনা-নেয়ার কাজে ব্যবহৃত বলিট্রাক চলাচলে বাধা দেওয়ায় গ্রামবাসীর উপর হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরের রামগতিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।
৩ জানুয়ারি, শনিবার সকাল সাড়ে দশটায় উপজেলার চররমিজ ইউনিয়নের ১নং ওয়ার্ড চরমেহার গ্রামে এ কর্মসূচি পালন করে সচেতন মালন মিয়াগো সমাজ।
এতে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য আবদুর রব দুলাল, সেলিম মুহুরি, মো. সাইফুল ডুবাই, সাকিব রাজ, মো. সূজন আপন, মো. বাদল, আবদুল আহাদ, মো. জিহাদ, শাহারাজ, ফিরন, মো. ভাসানি, সিরাজসহ এলাকার শত শত নারী-পুরুষ।
মানববন্ধনে বক্তারা জানান, চলতি মৌসুমের গত তিন মাস সময় ধরে স্থানীয় মেসার্স হাওলাদার ব্রিকস্ নামক অবৈধ ইটভাটার জন্য দশ-বারটি বলিট্রাকে করে কৃষি জমি থেকে মাটি আনা-নেওয়ার কাজ করছে।
এতে করে ঐ এলাকার মকবুল আহমদ সড়কসহ তিনটি গ্রামীণ সড়ক মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে এসব সড়ক দিয়ে সাধারণ মানুষসহ কোন ধরনের যানবাহন চলাচল করতে পারছে না। এছাড়াও বলিট্রাক চলাচলের কারনে ধূলোবালিতে জনজীবনে বিরুপ প্রভাব পড়ছে।
মানববন্ধনে অংশ নেওয়া একাধিক এলাকাবাসী জানান, নিরুপায় হয়ে গতকাল শুক্রবার জুমার নামাজের পর এলাকাবাসী মিলে বলিট্রাক চলাচল বন্ধ করতে সড়কে গাছের একাধিক খুঁটি স্থাপন করা হয়।
এতে ক্ষ্রিপ্ত হয়ে ভাটামালিক আবদুল মালেক, তার দুই ছেলে মো. আতিক এবং মো. আজিজের নেতৃত্বে স্থানীয় মো. ইউছুপ, মন্নান মাঝি, মো.আইউব, আবদুল্যাহ, মামুন, মাজেদ, সাইমুন, শাহাদাতসহ ইটভাটার শ্রমিকরা এলাকাবাসীর উপর হামলা চালায়।
এ সময় হামলাকারীরা বেশ কয়েকটি বাড়িতেও আক্রমন করে। হামলায় মো. বাদল, ফিরন, আপন, সুলতানা বেগম, জরিনা বেগম, মো. জিসানসহ বেশ কয়েকজন আহত হন। মানববন্ধনে তারা অবৈধ এ ইটভাটা বন্ধের দাবি করেন।
এ বিষয়ে জানতে চাইলে মেসার্স হাওলাদার বিকস্ এর স্বত্তাধিকারি আবদুল মালেকের ছেলে মো. আতিক জানান, রাস্তায় গাছের খুঁটি স্থাপন করার আমরা আমি গিয়ে খুঁটিগুলো সরিয়ে নেওয়ার অনুরোধ করি। এ সময় হামলা কিংবা হুমকি ধামকির মতো কোন ঘটনা ঘটেনি।
জনগনের সমস্যা বিবেচনা করে আমরা দুটি ইটভটার মধ্যে একটি বন্ধ করে দিয়েছি।
রামগতি থানার অফিসার ইনচার্জ লিটন দেওয়ান বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।