মোঃ হাসান হাওলাদার, কমলনগর লক্ষীপুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তিনটি সংসদীয় আসনে ছয়জন প্রার্থীর মনোনয়ন বাতিল এবং চারজনের মনোনয়ন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান ৩ জানুয়ারি (শনিবার) দুপুরে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর-১ আসনে মুসলিম লীগের প্রার্থী রেজাউল করিম ও স্বতন্ত্র প্রার্থী এম এ গোফরানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। একইভাবে লক্ষ্মীপুর-২ আসনে গণঅধিকার পরিষদের আবুল বাশার, এবি পার্টির কেফায়েত উল্যা এবং কল্যাণ পার্টির ফরহাদ মিয়ার মনোনয়ন বাতিল হয়। এছাড়া লক্ষ্মীপুর-৩ আসনে জেএসডির প্রার্থী হারুন অর রশিদের মনোনয়নপত্র ত্রুটিপূর্ণ হওয়ায় তা বাতিল ঘোষণা করা হয়।
অপর দিকে লক্ষ্মীপুর ১ আসনে ইসলামি আন্দোলনের প্রার্থী জাকির হোসেন লক্ষ্মীপুর ২ আসনের মাওলানা হেলাল মিয়া এবং লক্ষ্মীপুর-৩ আসনে এনসিপির সেলিম মাহমুদ ও এনপিপির প্রার্থী সামছুদ্দিনের মনোনয়নপত্র সাময়িকভাবে স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
মনোনয়নপত্র যাচাইয়ের সময় জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুর রশিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মেজবা উল আলম ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমীসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, ব্যাংক ও আয়কর বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।