ফয়ছল আহমদ নুমান, কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধিঃ
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ৩নং তেলিখাল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোনীত হওয়ায় বিশিষ্ট সমাজসেবক ও জননিবেদিত নেতা মোঃ শিহাব উদ্দিনকে সংবর্ধনা প্রদান করেছে কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন (রেজি: চট্র-২৭২৮)।
শনিবার (৩ জানুয়ারি ২০২৬) বিকেলে উপজেলার টুকেরবাজারস্থ মেজবান রেস্টুরেন্টের কনফারেন্স রুমে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই সংবর্ধনা প্রদান করা হয়।
কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক বিজয়ের কণ্ঠের স্টাফ রিপোর্টার মোঃ নিজাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ও সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এবং দৈনিক নিরপেক্ষ পত্রিকার উপজেলা প্রতিনিধি এম এ এইচ শাহীন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের উপদেষ্টা অ্যাডভোকেট কামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী মো. আব্দুর রকিব।
বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা জুয়েল আহমদ, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক জয়নাল আবেদীন জনি, উপজেলা তাঁতী দলের আহ্বায়ক তাজ উদ্দিন আহমদ, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সহ-সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল হেলাল, উত্তর রনিখাই ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আহমদ, ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফখরুল আলম, ৫নং উত্তর রনিখাই ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মালিক, সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ মিয়া ও শাহজাহান মিয়া।
আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব গিয়াস উদ্দিন, যুগ্ম আহ্বায়ক রজন মিয়া, যুবদল নেতা ওয়ারিছ তালুকদার, মাসুক মিয়া প্রমুখ।
সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়নের সহ-সভাপতি সালাউদ্দীন রানা (দৈনিক সোনালী কণ্ঠ), যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল আহমদ (দৈনিক বিজয়ের কণ্ঠ), কোষাধ্যক্ষ আশরাফ উদ্দীন (দৈনিক রূপালী বাংলা), তথ্য ও প্রযুক্তি সম্পাদক ফয়ছল আহমদ নুমান (দৈনিক ঘোষণা), সদস্য রুহুল আমিন (দৈনিক যুগের কণ্ঠ) ও মানিক মিয়া (দৈনিক যুগ যুগান্তর)।
সভায় বক্তারা বলেন, সাংবাদিকরা হলো জাতির বিবেক। মিডিয়ার মাধ্যমে সত্য প্রকাশে কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমরা আশাবাদী। বস্তুনিষ্ঠ সংবাদের আলোকে গণমাধ্যমের সক্ষমতা বৃদ্ধি এবং সাংবাদিকতার বিকাশে সমাজের সকল মহলকে এগিয়ে আসতে হবে। গুণীজনদের সম্মান প্রদর্শনের এই ধারা ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান বক্তারা।
সংবর্ধিত অতিথি মোঃ শিহাব উদ্দিন তাকে এই সম্মাননা প্রদানের জন্য সাংবাদিক ইউনিয়নের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ইউনিয়নবাসীর সেবায় নিজেকে উৎসর্গ করার অঙ্গীকার ব্যক্ত করেন।