সোমবার, ০৫ জানুয়ারী ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
মো: ফাহিম সরকার, বিরামপুর প্রতিনিধিঃ
“প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায় আস্থা আজ সমাজসেবায়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) বেলা ১১টায় দিবসটি উপলক্ষে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আউয়ালের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায়, উপজেলা নির্বাচন কর্মকর্তা জোবায়ের হোসেন, আরএমও ডা. শাহরিয়ার পারভেজ, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি মোরশেদ মানিক, মাহমুদপুর প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের পরিচালক গোলাম মোস্তফা, ল্যাম্ব এসটিএস প্রকল্পের টেকনিক্যাল অফিসার রতন দাসসহ অন্যান্য অতিথিবৃন্দ।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন গণমাধ্যমকর্মী, সমাজসেবা অফিসের উপকারভোগী এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
বক্তারা সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে সমাজসেবা কার্যক্রমকে আরও কার্যকর ও জনমুখী করার ওপর গুরুত্বারোপ করেন এবং প্রযুক্তিনির্ভর সমাজসেবার মাধ্যমে সমতা ও কল্যাণ নিশ্চিত করার আহ্বান জানান।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩