রবিবার, ০৪ জানুয়ারী ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
বানারীপাড়ায় জাতীয় সমাজসেবা দিবস পালিত অধ্যাদেশ জারি : ট্রাভেল এজেন্সি আইন লঙ্ঘনে ১ বছরের কারাদণ্ড পবিপ্রবিতে শান্তিপূর্ণ পরিবেশে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ৪৯০ কোটি টাকার এলএনজি’র চালান দেশে পৌঁছেছে ইটভাটা মালিকের হামলার প্রতিবাদে মানববন্ধন জামালপুরের তিন আসনে ১২ প্রার্থীর মনোনয়ন বাতিল ঝিনাইদহ-৪ আসনে ২৩ প্রার্থীর মনোনয়ন বৈধ, ৪ জনের বাতিল স্কুল মাঠেই থমকে গেছে গয়া কাকার জীবন: চটপটি বিক্রির গাড়ি অচল, সহানুভূতির হাত বাড়ানোর অপেক্ষায় লক্ষ্মীপুরে ৩ টি আসনে ৬ জনের মনোনয়ন বাতিল, স্থগিত-৪ বেরোবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত বাঘাইছড়িতে খালেদা জিয়ার মাগফেরাত কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিহাব উদ্দিনকে সংবর্ধনা রাতে ঘুরে ঘুরে শীতার্তদের মাঝে ইউএনওর কম্বল বিতরণ চিকিৎসাধীন ১২ দলিয় জোট প্রধানকে দেখতে হাসপাতালে বিএনপির মহাসচিব কুবিতে যাত্রা শুরু করল ই-স্পোর্টস ক্লাব ঝালকাঠি-২ আসনে ৯ প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ১৬ চবি ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে এসে বাবাকে হারালেন এক শিক্ষার্থী বিরামপুরে জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ উদযাপন ঝালকাঠির দুটি আসনে ৮ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল দেশের সর্বনিম্ন তাপমাত্রা সিরাজগঞ্জে, আজ ৯ ডিগ্রি সেলসিয়াস

দোকান মালিক সমিতির আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

এ.এস আব্দুস সামাদ, শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধিঃ

ঝিনাইদহের শৈলকুপায় দোকান মালিক সমিতির আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২ শৈলকুপাজানুয়ারি রাত ৮ টার সময় উপজেলা মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন আহ্বায়ক মোঃ নিকবর আলী।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দোকান মালিক সমিতির প্রধান উপদেষ্টা মোঃ মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও দোকান মালিক সমিতির অর্গানাইজার হুমায়ুন কবির মোল্লা।

এছাড়াও সভায় উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন আবু তালেব মিয়া, খলিলুর রহমান, মিজানুর রহমান বাবলু, মাসুদুর রহমান ও সেলিম রেজা ঠান্ডা। সভায় বাজারের সার্বিক উন্নয়ন, শৃঙ্খলা রক্ষা, ব্যবসায়ীদের অধিকার সংরক্ষণ ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

পরিচিতি সভায় সর্বসম্মতিক্রমে ১৩ সদস্য বিশিষ্ট কমিটির দায়িত্বপ্রাপ্ত সদস্যদের নাম ঘোষণা করা হয়। এতে মোহাম্মদ নিকবর আলী সভাপতি, মোহাম্মদ বাদশা আলম ও মোহাম্মদ আনোয়ার হোসেন সহ-সভাপতি এবং মুন্সি রবিউল ইসলাম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন।

এছাড়া মোঃ সোহাগ হোসেন ও বিপ্লব কুমার যুগ্ম সাধারণ সম্পাদক এবং মোহাম্মদ মুক্তার হোসেন কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব লাভ করেন।

কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন— মোহাম্মদ বাকি বিল্লাহ, মোহাম্মদ আব্দুল জাব্বার, মোহাম্মদ ইমরুল হাসান, মোহাম্মদ আমিরুল ইসলাম, বিএম কবির হোসেন ও ষষ্ঠী কর্মকর।

সভায় বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, নতুন কমিটির নেতৃত্বে শৈলকুপা বাজারে শৃঙ্খলা ফিরবে এবং ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩