রবিবার, ০৪ জানুয়ারী ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
জাহিদুল ইসলাম জাহিদ, জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধিঃ
সিলেটের জৈন্তাপুরে পুলিশের বিশেষ অভিযানে চোরাচালানের মাধ্যমে আনা ভারতীয় পণ্যসহ তায়েফ পরিবহনের একটি পর্যটকবাহী বাস থেকে বিপুল পরিমাণ পণ্য জব্দ করেছে মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ( ২রা জানুয়ারি ২০২৬ ইং) দুপুর ২:৩০ মিনিটে জৈন্তাপুর থানার উপ- পরিদর্শক (এসআই) জাকিরুল ইসলাম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ তামাবিল মহাসড়ক একটি চেকপোস্ট পরিচালনার সময় বাসটি তল্লাশি করা হয়।
তল্লাশিকালে ৭০ পিস ভারতীয় কম্বল (মূল্য আনুমানিক ১,৫৫,০০০/- টাকা), ৪০০ পিস পন্ডস ফেসওয়াশ (মূল্য ৮০,০০০/- টাকা) এবং ১০০ পিস SESA তৈল (মূল্য ২৫,০০০/- টাকা) যাহার সর্বমোট ২,৬০,০০০/- টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়।
অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা। তিনি জানান বাস থামার সাথে সাথেই পন্যের মালিক কৌশলে পালিয়ে যায়। তার সঠিক নাম ও ঠিকানা সংগ্রহ করে বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন বলে নিশ্চিত করেছেন তিনি।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩