রবিবার, ০৪ জানুয়ারী ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
বানারীপাড়ায় জাতীয় সমাজসেবা দিবস পালিত অধ্যাদেশ জারি : ট্রাভেল এজেন্সি আইন লঙ্ঘনে ১ বছরের কারাদণ্ড পবিপ্রবিতে শান্তিপূর্ণ পরিবেশে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ৪৯০ কোটি টাকার এলএনজি’র চালান দেশে পৌঁছেছে ইটভাটা মালিকের হামলার প্রতিবাদে মানববন্ধন জামালপুরের তিন আসনে ১২ প্রার্থীর মনোনয়ন বাতিল ঝিনাইদহ-৪ আসনে ২৩ প্রার্থীর মনোনয়ন বৈধ, ৪ জনের বাতিল স্কুল মাঠেই থমকে গেছে গয়া কাকার জীবন: চটপটি বিক্রির গাড়ি অচল, সহানুভূতির হাত বাড়ানোর অপেক্ষায় লক্ষ্মীপুরে ৩ টি আসনে ৬ জনের মনোনয়ন বাতিল, স্থগিত-৪ বেরোবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত বাঘাইছড়িতে খালেদা জিয়ার মাগফেরাত কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিহাব উদ্দিনকে সংবর্ধনা রাতে ঘুরে ঘুরে শীতার্তদের মাঝে ইউএনওর কম্বল বিতরণ চিকিৎসাধীন ১২ দলিয় জোট প্রধানকে দেখতে হাসপাতালে বিএনপির মহাসচিব কুবিতে যাত্রা শুরু করল ই-স্পোর্টস ক্লাব ঝালকাঠি-২ আসনে ৯ প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ১৬ চবি ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে এসে বাবাকে হারালেন এক শিক্ষার্থী বিরামপুরে জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ উদযাপন ঝালকাঠির দুটি আসনে ৮ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল দেশের সর্বনিম্ন তাপমাত্রা সিরাজগঞ্জে, আজ ৯ ডিগ্রি সেলসিয়াস

জৈন্তাপুরে মানবতার টানে শীতের রাতে রাস্তায় ভবঘুরে মানুষের পাশে প্রশাসন

জাহিদুল ইসলাম জাহিদ, জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধিঃ

সিলেটের জৈন্তাপুর উপজেলায় পরিবার-পরিচয়হীন শীতার্ত ভবঘুরে মানুষের মাঝে শীতের কম্বল বিতরণ করেছে উপজেলা প্রশাসন।

খৃষ্টীয় নতুন বছরের প্রথম দিনে জৈন্তাপুর উপজেলায় মধ্যরাত থেকে বেড়ে যায় আকস্মিক শীতের তীব্রতা। ভোর থেকে কনকনে শীত ও ঘনকুয়াশায় আছন্ন হয়ে পড়ে উপজেলার প্রত্যন্ত অঞ্চল। দুপুর পর্যন্ত ছিল না রোদের দেখা। তার ওপর বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে দক্ষিণ-পশ্চিম দিক থেকে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়, যা সন্ধ্যা হওয়ার সাথে সাথে তীব্র কনকনে রূপ ধারণ করে।

আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ১ জানুয়ারি জৈন্তাপুর উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা ধারণ করা হয়েছে ১২.০৯° সে.। এদিকে উত্তরবঙ্গে শঈত্যপ্রবাহ ‘কনকন’ এর বর্ধিতাংশ সিলেট বিভাগ অতিক্রম করতে থাকায় আগামী কয়েকদিন শীতের তীব্রতা আরও বৃদ্ধি পেতে পারে

চলতি শৈত্যপ্রবাহের কারণে উপজেলায় নিম্নআয়ের মানুষের যেমন ভোগান্তির শেষ নেই, তেমন সবচেয়ে বেশি বিপাকে পড়েছে উপজেলার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ এলাকায় অবস্থানকারী পরিবার-পরিচয়হীন ভবঘুরে মানুষগুলো। ভবঘুরে এই মানুষগুলো মানসিক ভারসাম্যহীন। তারা আশপাশের হোটেল-রেস্তোরাঁ থেকে পাওয়া খাবার খেয়ে জীবনধারণ করলেও শীত নিবারণের জন্য তাদের নেই কোনো শীতবস্ত্র।

ঠিক এমন সময় শীতের তীব্রতার মধ্যে উপজেলার ভবঘুরে এই মানুষগুলোর মাঝে শীতের কম্বল বিতরণ করতে এগিয়ে এসেছে জৈন্তাপুর উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টায় কুয়াচ্ছন্ন তীব্র শীতে উপজেলার অন্যতম বৃহৎ বাজার দরবস্তে শীতের কম্বল নিয়ে হাজির হন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা। এ সময় দরবস্ত বাজারে যাত্রী ছাউনীতে, সাপ্তাহিক হাঁটের বিভিন্ন শেডের নিচে, পরিত্যক্ত ঘরের বারান্দায় অবস্থান করা মানসিক ভারসাম্যহীন নারী-পুরুষদের গায়ে শীতের কম্বল জড়িয়ে দেন তিনি।

পরবর্তীতে উপজেলা সদরের স্টেশন বাজার এলাকায় এসে মানসিক ভারসাম্যহীন ভবঘুরে মানুষগুলোকে খুঁজে খুঁজে বের করে তাদের দেহ নিজ হাতে কম্বল দিয়ে আবৃত করে দেন।
সবশেষে ২নং জৈন্তাপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত ৪নং বাংলা বাজারে এসে উক্ত এলাকায় আশ্রয় নেওয়া ভবঘুরে মানুষদের মাঝে শীতের কম্বল বিতরণ করেন তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন কান্তি রায়সহ অন্যান্যরা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, আজ ৩টি ইউনিয়নের গুরুত্বপূর্ণ বাজারগুলোতে অবস্থান নেওয়া ভবঘুরে মানুষ যাদের বেশির ভাগ মানসিক ভারসাম্যহীন, তাদেরকে শীতের কম্বল দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে অন্য ইউনিয়নগুলোতে শীতের কম্বল বিতরণ করা হবে। তিনি শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে উপজেলা প্রশাসনের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩