শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
ঝিনাইদহ-৪ আসনে ২৩ প্রার্থীর মনোনয়ন বৈধ, ৪ জনের বাতিল স্কুল মাঠেই থমকে গেছে গয়া কাকার জীবন: চটপটি বিক্রির গাড়ি অচল, সহানুভূতির হাত বাড়ানোর অপেক্ষায় লক্ষ্মীপুরে ৩ টি আসনে ৬ জনের মনোনয়ন বাতিল, স্থগিত-৪ বেরোবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত বাঘাইছড়িতে খালেদা জিয়ার মাগফেরাত কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিহাব উদ্দিনকে সংবর্ধনা রাতে ঘুরে ঘুরে শীতার্তদের মাঝে ইউএনওর কম্বল বিতরণ চিকিৎসাধীন ১২ দলিয় জোট প্রধানকে দেখতে হাসপাতালে বিএনপির মহাসচিব কুবিতে যাত্রা শুরু করল ই-স্পোর্টস ক্লাব ঝালকাঠি-২ আসনে ৯ প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ১৬ চবি ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে এসে বাবাকে হারালেন এক শিক্ষার্থী বিরামপুরে জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ উদযাপন ঝালকাঠির দুটি আসনে ৮ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল দেশের সর্বনিম্ন তাপমাত্রা সিরাজগঞ্জে, আজ ৯ ডিগ্রি সেলসিয়াস কুড়িগ্রামে জাতীয় সমাজসেবা দিবস পালিত চবি’র ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মেডিকেলে বসে পরীক্ষা দিলেন দুই নারী শিক্ষার্থী শেরপুর-৩ আসনে ১০ প্রার্থীর মনোনয়ন বৈধ, একজনের স্থগিত ও ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল ঈদগাঁও জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০১ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত ৬৮ হাজার বেসরকারি শিক্ষক নিয়োগে গণবিজ্ঞপ্তি আসছে দোকান মালিক সমিতির আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

বাঘাইছড়িতে বিজিবির বিশেষ অভিযানে প্রায় ৯ লাখ টাকার অবৈধ সেগুন কাঠ জব্দ

নোমাইনুল ইসলাম, বাঘাইছড়ি প্রতিনিধি:

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় অবৈধ বনজ সম্পদ পাচার রোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আরও এক সফল অভিযান পরিচালনা করেছে। মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় নয় লাখ টাকা।

বিজিবি সূত্র জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার (০১ জানুয়ারি) মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর অধিনায়কের নির্দেশক্রমে সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, বিজিবিএমএস-এর নেতৃত্বে একটি সুসংগঠিত টহল দল বাঘাইছড়ি উপজেলার মডেল টাউন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের উদ্দেশ্য ছিল পার্বত্য এলাকায় অবৈধভাবে কাটা বনজ সম্পদ সংগ্রহ ও পাচার কার্যক্রম প্রতিহত করা।

অভিযান চলাকালে বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পূর্বপরিকল্পিতভাবে সেগুন কাঠের গাছের গুড়ি ঘটনাস্থলে ফেলে রেখে পাহাড়ি বনাঞ্চলের ভেতর দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল ঘটনাস্থল তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় মোট ৩৫৬.৭৭ ঘনফুট অবৈধ সেগুন কাঠ উদ্ধার ও জব্দ করতে সক্ষম হয়। উদ্ধারকৃত সেগুন কাঠের আনুমানিক সিজার মূল্য ৮ লাখ ৯১ হাজার ৯২৫ টাকা বলে বিজিবি নিশ্চিত করেছে।

বিজিবি সূত্র আরও জানায়, জব্দকৃত কাঠগুলো স্থানীয়ভাবে কাটা এবং পরবর্তীতে অন্যত্র পাচারের উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব না হলেও এ ঘটনায় জড়িত চোরাকারবারীদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

এ বিষয়ে মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, “মারিশ্যা জোনের আওতাধীন সীমান্ত ও পার্বত্য এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিতভাবে গোয়েন্দা নজরদারি, টহল ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে চোরাকারবারীরা বিভিন্ন অভিনব পদ্ধতিতে বনজ সম্পদ ও অন্যান্য পণ্যের চোরাচালান বাড়ানোর চেষ্টা করছে।”

তিনি আরও বলেন, “চোরাচালান দমন কার্যক্রমকে আরও কার্যকর করতে আমরা গোয়েন্দা তথ্য সংগ্রহ জোরদার করেছি এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নিয়মিত আভিযানিক টহল অব্যাহত রয়েছে।”

জোন কমান্ডার আশাবাদ ব্যক্ত করে বলেন, ভবিষ্যতেও সীমান্ত ও পার্বত্য অঞ্চলে অবৈধ কাঠ পাচারসহ সকল ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান আরও জোরদার করা হবে।
এদিকে স্থানীয় সচেতন মহল বিজিবির এ ধরনের নিয়মিত অভিযানকে বন ও পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে দেখছেন এবং অবৈধ কাঠ পাচার বন্ধে সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত উদ্যোগ জোরদারের দাবি জানিয়েছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩