কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মা মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে কুবি শাখা ছাত্রদল।
শুক্রবার (২ জানুয়ারি) বাদ জুমা কেন্দ্রীয় মাসজিদে এই আয়োজনটি করা হয়। এসময় উপস্থিত ছিলেন কুবি শাখা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ এবং অন্যান্য নেতাকর্মী-সহ সাধারণ শিক্ষার্থীরা।
এ ব্যাপারে কুবি শাখা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ বলেন, 'বেগম খালেদা জিয়া তিনি শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা ছাত্রদলের অভিভাবক ছিলেন না, তিনি ছিলেন পুরো বাংলাদেশের একজন অভিভাবক।
তিনি ইসলামি মূল্যবোধ বিশ্বাসী চিন্তাধারার ছিলেন। তিনি মধ্যম পন্থায় বাংলাদেশকে পরিচালনা করেছিলেন। তিনি কারো সাথে শত্রুভাবাপন্ন হননি। সংকটকালীন সময়েও তিনি বলেছিলেন এই দেশই তার আশ্রয়স্থল এবং এই দেশের মানুষই তার আস্থার জায়গা।
তিনি আরও বলেন, 'দেশনেত্রী এ দেশের মানুষকে অধিক ভালোবাসতেন, দেশের মানুষকে নিজের আপন ভাবতেন। তিনি সবার ঊর্ধ্বে দেশের স্বার্থকে বিবেচনা করেছিলেন। ওনার সেই আদর্শ, নীতি-নৈতিকতা, বিশ্বাস লালন করে আগামীর বাংলাদেশ প্রতিষ্ঠা করতে সহায়তা করবো। ওনার যে স্পিরিট তা ধারণ করে বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান বাংলাদেশকে নেতৃত্ব দিবেন। সকল মতবাদের, সকল দলের লোকজনকে নিয়ে বাংলাদেশকে সাজাবেন।
সর্বশেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো এবং মরহুমা খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করছি এবং দেশনায়ক তারেক রহমানের সু-স্বাস্থ্য ও নেক হায়াত কামনা করছি।'
শাখা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন বলেন, 'সাবেক তিনবারের প্রধানমন্ত্রী এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করি, মহান আল্লাহতায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।'