মেহেরাব হোসেন, শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ
মানবিকতা ও সহমর্মিতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছে মাদারীপুরের শিবচর উপজেলার একটি স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুত্ব থাক সারাজীবন ফাউন্ডেশন’। শিবচরের কিছু প্রবাসী যুবকের হাত ধরে গড়ে ওঠা এই ফাউন্ডেশনটি দীর্ঘদিন ধরে নীরবে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে মানবসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় আজ ১ জানুয়ারি বুধবার ফাউন্ডেশনের পক্ষ থেকে শিবচরের এক অসহায় মায়ের জন্য এক মাসের বাজার সামগ্রী ও প্রয়োজনীয় ওষুধ কিনে দেওয়া হয়। সহায়তা পেয়ে ওই অসহায় মা আবেগাপ্লুত হয়ে ফাউন্ডেশনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জানা যায়, এই ফাউন্ডেশনের উদ্যোক্তারা সবাই প্রবাসে অবস্থান করলেও শিকড়ের টানে এবং এলাকার মানুষের প্রতি দায়িত্ববোধ থেকে তারা শিবচরের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন। তারা নিজেদের নাম ও পরিচয় প্রকাশে অনিচ্ছুক। তাদের মতে, মানবসেবাই মুখ্য—নাম বা পরিচয় নয়।
ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, সমাজের অবহেলিত, অসহায় ও দুস্থ মানুষের জীবনযাত্রা কিছুটা হলেও সহজ করে তুলতেই তাদের এই প্রচেষ্টা। ভবিষ্যতেও শিবচরের অসহায় মানুষের পাশে থেকে খাদ্য, চিকিৎসা ও অন্যান্য মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
এলাকাবাসী ‘বন্ধুত্ব থাক সারাজীবন ফাউন্ডেশন’-এর এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের নীরব মানবসেবামূলক কাজ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা সমাজের বিত্তবান ও সচেতন মানুষদের এমন মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।