বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
মো: এমারুল হক, ধর্মপাশা প্রতিনিধি:
সুনামগঞ্জের ধর্মপাশায় ঠান্ডা জনিত কারণে সাদা হয়ে যাচ্ছে কৃষকের ধানের চারা, চিন্তিত কৃষক।
ধর্মপাশা গ্রামের কৃষক গোলাম মোস্তফা সকালবেলা তার ধানের চারা দেখে চিন্তিত হয়ে পড়েছেন তিনি বলেন, আমার ধানের চারা সাদা হয়ে যাচ্ছে অতিমাত্রায় ঠান্ডা পড়ার কারণে, আমার সব ধানের চারা সাদা হয়ে যাচ্ছে।
এই বিষয়ে ধর্মপাশা কৃষি অফিসার শাহাদাত বলেন, ধানের চারা সাদা হওয়ার প্রধান কারণগুলো হলো ছত্রাক জনিত রোগ (যেমন চারাপোড়া বা ঝলসানো রোগ) পুষ্টি উপাদানের অভাব (বিশেষত জিল্ক বা আয়রন) ঠান্ডা জনিত সমস্যা ও আদ্রতা, এবং ক্ষতিকর পোকার আক্রমণ, যা চারার স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত করে, সাদা বা বিবর্ণ করে দেয়, এর প্রতিকারে সঠিক সময়ে স্যার ও ছত্রাকনাশক প্রয়োগ জরুরী.।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩