মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধি:
মানবতার আলো ছড়িয়ে দিতে বছরের প্রথম দিনেই এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন। আজ মাদানি নগর নূরানী মাদ্রাসায় প্রায় অর্ধশতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ—খাতা ও কলম বিতরণ করা হয়।
নতুন বছরের প্রথম দিনে উপহার পেয়ে শিশুদের চোখেমুখে ফুটে ওঠে আনন্দ ও স্বপ্নের ঝিলিক। ছোট এই উপহারগুলো যেন তাদের পড়াশোনার প্রতি নতুন করে আগ্রহ সৃষ্টি করে এবং ভবিষ্যৎ গড়ার আশায় অনুপ্রাণিত করে। এমন মানবিক উদ্যোগে স্থানীয় বাসিন্দা ও অভিভাবকরা স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ তানজিল সিকদার। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক জুবায়ের, সহ-সভাপতি তানজিল এবং সংগঠনের নিবেদিত সদস্য আসাদুল।
এ সময় বক্তারা বলেন, একটি কলম ও একটি খাতা শুধু শিক্ষা উপকরণ নয়, বরং একটি শিশুর সুন্দর ভবিষ্যৎ গড়ার প্রথম ধাপ। স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন বিশ্বাস করে—শিক্ষাই পারে দারিদ্র্য ও অসহায়ত্বের শৃঙ্খল ভেঙে দিতে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, মানবতার এই পথচলায় আগামীতেও অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে থেকে শিক্ষা ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখা হবে।