আরিফুর ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া (নবীনগর) প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার (নবীনগর) উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্মরণ করে গায়েবানা জানাজা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বুধবার বিকেলে সলিমগঞ্জ আব্দুর রৌফ মুসলিম উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সলিমগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম রব্বানী নয়নের সভাপতিত্বে এবং সংগঠনিক সম্পাদক মো. এনামুল হক সরকারের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য সাইফুল ইসলাম বাবু।
জানাজার আগে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র রক্ষায় তার ভূমিকা এবং আপসহীন নেতৃত্বের কথা স্মরণ করেন। তারা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং জান্নাত নসিবের জন্য দেশবাসীর কাছে দোয়া চান।
এ সময় আরও উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মো. আলী হান্টু মোল্লা, সলিমগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলী আহমদ, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সিনিয়র সহ-সভাপতি একরাম হোসেন, ইউনিয়ন যুব দলের সভাপতি মো. বাহার সরকার, কৃষক দলের সভাপতি নবী শিকদার, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. নাজিম উদ্দীন নাজিমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।