মোহাম্মদ সেলিম, ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধিঃ
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজার নামাজ কক্সবাজারের ঈদগাঁও উপজেলার হাইস্কুলে মাঠে বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে পৌনে ৫ টায় অনুষ্ঠিত হয়েছে।
গায়েবানা জানাজার নামাজে ইমামতি করেন ঈদগাঁও উপজেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা রমজান আলী ফারুকী।
এতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন।
জানাজা শেষে তার আত্বার মাগফিরাত কামনা এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। জানাজায় অংশগ্রহণকারীরা বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন।