মো: এমারুল হক, ধর্মপাশা প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলার হাওর অঞ্চলের ধর্মপাশা উপজেলায় সবকটি ইউনিয়নে শীত মৌসুমে তীব্র ঠান্ডা ও ঘন কুয়াশার কারণে সাধারণ জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ধর্মপাশা উপজেলার মানুষের প্রধান জীবিকা কৃষি, মাছ ধরা ও দিনমজুরি হলেও, বিরূপ আবহাওয়ার কারণে এসব কাজে স্থবিরতা নেমে এসেছে।
কয়েক দিন ধরে সূর্যের দেখা পাওয়া যাচ্ছে না, সূর্যের দেখা না পাওয়ায় শীতের তীব্রতা অনেক বেশি। ভোর থেকে সকাল পর্যন্ত পুরো এলাকা ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে থাকে, কোথাও কোথাও দুপুর পর্যন্ত কুয়াশা কাটে না।
সাধারণ মানুষ ঘর থেকে বের হচ্ছে না, যার প্রভাব পড়ছে খেটে খাওয়া মানুষের জীবিকার উপর, বিশেষ করে জেলে মাছ ধরতে যেতে পারছে না বিলে, কৃষক যেতে পারছে না কৃষি কাজে, দিনমজুর শ্রেণীর মানুষ বিপাকে।
কয়েকজন জেলে কৃষক ও সবজি ব্যবসায়ী আমাকে বলছিল, অতিরিক্ত শীত ও কুয়াশার কারণে আমরা স্বাভাবিকভাবে কাজকর্ম করতে পারছি না, আমরা কাজকর্ম না করতে পারলে আমাদের পরিবার কি খাবে, তাছাড়া আমাদের কাছে পর্যাপ্ত শীতের কাপড়ও নেই!