আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাযায় অংশগ্রহণের সুবিধার্থে বিশেষ পরিবহন সেবা দিচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমী।
জানা যায়, আগামীকাল (৩১ ডিসেম্বর) ২টি বাস ও ১টি এসি মিনিবাস বিশ্ববিদ্যালয় থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। ভোর ৪.৩০ মিনিটে ১টি বাস ও ১টি এসি মিনিবাস ময়মনসিংহ টাউন হল থেকে ছেড়ে ক্যাম্পাসে আসবে। পরে ভোর ৫ টায় ২টি বাস ও ১টি এসি মিনিবাস ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। আবার, জানাযা শেষ হওয়ার ২ ঘন্টা পর নির্দিষ্ট স্থান থেকে গাড়িগুলো ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে আসবে।
এ বিষয়ে পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমী বলেন, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রশাসনের অনুমতি সাপেক্ষে আগামীকালকে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নেয়ার সুবিধার্থে ৩টি গাড়ির ব্যবস্থা করা হয়েছে।
উল্লেখ্য, জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি আর্থ্রাইটিস, হৃদরোগ, কিডনি জটিলতাসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে গত ২৩ নভেম্বর তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ৩০ ডিসেম্বর ভোর ৬টায় তিনি ইন্তেকাল করেন।