বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ০১:০৩ পূর্বাহ্ন
আব্দুল আউয়াল, এনায়েতপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের এনায়েতপুরে দারুন ইহসান মডেল মাদ্রাসার শিক্ষার্থীদের ২০২৫ সালের ফলাফল প্রকাশ ও প্রবিত্র কুরআনের সবক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ১০ ঘটিকায় খোকশাবাড়ী ( ভূঁইয়ার হাটের উত্তর পাশে) নিজস্ব মাদ্রাসা ক্যাম্পাছে ফলাফল প্রকাশ ও কুরআনের সবক অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উদ্বোধনী ঘোষণা করেন অত্য মাদ্রাসার পরিচালক আব্দুল বাতেন, মাওলানা সাইদুল ইসলাম নোমানী সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন দৌলতপুর ডিগ্রি কলেজর (মনোবিজ্ঞানবিভাগের)সহকারী অধ্যাপক মোঃ আনোয়ার হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ আব্দুল মতিন মিয়া, বিশিষ্ট সমাজ সেবক ডাঃ শেখ মোঃ আইয়ুব আলী, মাওলানা মোহাম্মদ আলী সিরাজী, আরও উপস্থিতি ছিলেন আলহাজ্ব আব্দুল মজিদ মন্ডল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও দারুল ইহ্সান মডেল মাদ্রাসার সভাপতি মোঃ আব্দুর রহমান, ও অত্য মাদ্রাসার প্রতিষ্ঠাতাগণ হাফেজ মাওলানা আশরাফুল ইসলাম, মোঃ খালিদ হাসান, আবুল কাসেম, আব্দুল আওয়াল,ওমর ফারুক, মোঃ হাবিবুর রহমান, ও অত্য মাদ্রাসার শিক্ষকগণ। দুই শতকের অধিক ছাত্র ও ছাত্রীদের মাঝখান থেকে ৩০ জন প্রথম স্থান করায় মাদ্রাসা কর্তৃপক্ষ মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩