মোতাহের উদ্দিন, চবি প্রতিনিধি:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ সহজ করতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের জন্য তিনটি বাসের ব্যবস্থা করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেন চাকসুর যোগাযোগ ও আবাসন সম্পাদক মো. ইসহাক ভুঁঞা।
তিনি জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজার নামাজে অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীদের সুবিধার্থে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ঢাকার উদ্দেশ্যে এই বাসগুলোর ব্যবস্থা করা হয়েছে।
তিনি আরও বলেন, জানাজায় অংশগ্রহণ করতে ইচ্ছুক শিক্ষার্থীদের ০১৯৮৯৪৫৬০৫৯ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হচ্ছে। নির্ধারিত তিনটি বাস আজ মঙ্গলবার রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবে।
উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ মঙ্গলবার সকালে মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।