মোঃ মহিম ইসলাম, মোংলা প্রতিনিধিঃ
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মোংলা উপজেলার চিলা ইউনিয়নে গভীর শোক প্রকাশ ও কুরআন খতমের আয়োজন করেছে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সংগঠন।
৩০ ডিসেম্বর (মঙ্গলবার) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন, সাবেক সফল প্রধানমন্ত্রী ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মোংলা উপজেলার চিলা ইউনিয়নে গভীর শোক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকালে দলীয় কার্যালয় এই শোকসভা এবং কুরআন খতমের আয়োজন করা হয়।
সকাল থেকেই চিলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে কোরআন খতম এবং বিকালে বিশেষ মোনাজাতে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, "বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের অতন্দ্র প্রহরী। তাঁর চলে যাওয়া বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক অপূরণীয় ক্ষতি। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং সাধারণ মানুষের অধিকার আদায়ে তাঁর আপসহীন সংগ্রাম চিরস্মরণীয় হয়ে থাকবে।"
এ সময় উপস্থিত ছিলেন, চিলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ফারুক হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক মোঃ কাজল খাঁন, সাংগঠনিক সম্পাদক শেখ আনোয়ার হোসেন, উপজেলা জয়েন্ট সেক্রেটারি ঝংকার ফকির, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আমিনুল ইসলাম মিঠু, ইউনিয়ন বিএনপি'র জয়েন্ট সেক্রেটারি জালাল মুসল্লী, ছাত্রদল ও শ্রমিক দলের নেতৃবৃন্দসহ স্থানীয় সাধারণ ধর্মপ্রাণ মানুষ।
কর্মসূচি শেষে উপস্থিত নেতাকর্মীদের মাঝে তবারক বিতরণ করা হয়। এ সময় ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।