মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১০:৪৫ অপরাহ্ন
মো: সোহেল রানা, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে দেলাওয়ার হোসেন আন্তঃওয়ার্ড ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে জামায়াতে ইসলামি ঠাকুরগাঁও পৌর শাখার যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে ঠাকুরগাঁও সরকারি কলেজ মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন ঠাকুরগাঁও-১ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে দেলাওয়ার হোসেন বলেন, খেলাধুলার মাধ্যমে যেমন শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ ও খেলোয়াড়সুলভ মানসিকতার বিকাশ ঘটে, তেমনি এসব গুণাবলি ধারণ করেই একটি সুন্দর সমাজ গঠন করা সম্ভব। সমাজ ও রাষ্ট্রকে সুন্দরভাবে বিনির্মাণ করতে হলে সকল মানুষকে পারস্পরিক ভ্রাতৃত্ব, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ নিয়ে এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, আগামীর বাংলাদেশ গড়তে এবং সমাজকে উন্নতির শিখরে পৌঁছাতে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। এ ক্ষেত্রে তরুণ সমাজকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামি যুববিভাগ ঠাকুরগাঁও শহর শাখার সভাপতি রাজিউর রহমান রাজু।
এসময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামি ঠাকুরগাঁও জেলা শাখার সহকারী সেক্রেটারি অধ্যক্ষ কফিলউদ্দিন আহাম্মদ এবং ঠাকুরগাঁও শহর জামায়াতের আমির অধ্যক্ষ শামসুজ্জামান শাহ (শামীম)সহ অন্যান্যরা।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩