মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১০:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে চবি শিক্ষার্থীদের জন্য চাকসুর ৩টি বাসের ব্যবস্থা খালেদা জিয়ার মৃত্যুতে মোংলায় কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে কুবি উপাচার্যের শোক প্রকাশ আপনারা সবাই আমার মা’র জন্য দোয়া করবেন : তারেক রহমান কুড়িগ্রামে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়ালগ ঠাকুরগাঁওয়ে দেলাওয়ার হোসেন আন্তঃ ওয়ার্ড ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত তৃপ্তির মনোনয়ন পুনর্বহালের দাবিতে শার্শায় গণজমায়েত গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে, ৩০০ পিস ইয়াবাসহ এক নারী আটক পূবাইল সাংবাদিক ক্লাবের ৩য় বর্ষপূর্তি উদযাপন ঈদগাঁওয়ে কোটি টাকা মূল্যের সরকারি খাস জমি উদ্ধার সম্পত্তি বিরোধে দাফনে বাধা, বাবার লাশ রেখে পালাল ছেলে কক্সবাজারে ৯২ হাজার ৬০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক তীব্র শীতে স্থবির জনজীবন বেশি ঝুঁকিতে ডিমলার শিশু ও বয়স্করা শতবর্ষী হিজল বাগান রক্ষায় ইউএনও’র অভিযান, দখলদারদের সতর্কবার্তা কুবির সাথে ‎জেনিথ ইসলামী লাইফ ইনসুরেন্স এর স্বাস্থ্য বীমা চুক্তি স্বাক্ষরিত চবি শিবিরের নতুন নেতৃত্বে ইব্রাহীম রনি ও পারভেজ ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে ১২ জন প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল বুধবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার জানাজা খালেদা জিয়ার মৃত্যুতে জাতি হারাল এক মহান অভিভাবক : প্রধান উপদেষ্টা দিনাজপুরে জামায়াতের ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

তৃপ্তির মনোনয়ন পুনর্বহালের দাবিতে শার্শায় গণজমায়েত

মোঃ ইমরান হোসেন হৃদয়, শার্শা (যশোর) প্রতিনিধি:

যশোর-১ (শার্শা-বেনাপোল) আসনে কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল ইসলাম তৃপ্তির মনোনয়ন ফিরিয়ে দেওয়ার দাবিতে কান্নায় ভেঙে পড়েছেন তার অনুসারী নেতাকর্মী ও সাধারণ মানুষ।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে শার্শা বল্ডফিল্ডে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে নারী-পুরুষ, বৃদ্ধসহ হাজারো মানুষ জড়ো হয়ে প্রিয় নেতাকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।

এ সময় অনেকেই অশ্রুসজল চোখে তৃপ্তিকে জড়িয়ে ধরেন, আর আবেগ সংবরণ করতে না পেরে তিনিও কান্নায় ভেঙে পড়েন। পরে নেতাকর্মীদের অনুরোধে তিনি মনোনয়নপত্র জমা দেন এবং নির্বাচন আচরণবিধি মেনে চলার আহ্বান জানান।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ আসনে গত ৩ নভেম্বর বিএনপির প্রাথমিক মনোনয়ন পান মফিকুল ইসলাম তৃপ্তি। এরপর দেড় মাস ধরে শার্শা উপজেলার বিভিন্ন এলাকায় ধানের শীষের পক্ষে গণসংযোগ ও পথসভা পরিচালনা করেন তিনি। এসব কর্মসূচিতে বিপুল জনসমাগম দেখা যায় এবং কেন্দ্রীয় বিএনপির অফিসিয়াল প্ল্যাটফর্মেও নিয়মিত প্রচারণা প্রচারিত হয়, যা স্থানীয় নেতাকর্মীদের মনে তার চূড়ান্ত প্রার্থী হওয়ার দৃঢ় বিশ্বাস তৈরি করে।

কিন্তু ২৪ ডিসেম্বর হঠাৎ নাটকীয় পরিবর্তনে যশোর-১ আসনে বিএনপির মনোনয়ন দেওয়া হয় শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটনকে। এ আসনে চারজন মনোনয়ন প্রত্যাশীর মধ্যে ছিলেন আরও দুই নেতা শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির ও সাবেক সভাপতি খায়রুজ্জামান মধু। মনোনয়নপত্র জমাদানের শেষদিনে তৃপ্তিসহ অন্যরাও মনোনয়ন দাখিল করেন, ফলে শেষ মুহূর্ত পর্যন্ত পরিবর্তনের আশা জিইয়ে থাকে।

সোমবার বিকেলে তৃপ্তির আগমনের খবর ছড়িয়ে পড়তেই বেনাপোল এলাকায় ব্যাপক জনসমাগম ঘটে। অনেকেই আবেগে কান্নায় ভেঙে পড়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের কাছে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান। বক্তব্যে তৃপ্তি সমর্থন চাইলে নেতাকর্মীরা এক কণ্ঠে জানান আমরা আপনার সাথেই আছি, মনোনয়ন পুনর্বিবেচনা চাই।

বিষয়টি জানতে চাইলে বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত বলেন, শার্শা-বেনাপোলের মানুষের সঙ্গে তৃপ্তির গভীর আত্মিক সম্পর্ক রয়েছে, তাই তার মনোনয়ন বাতিলে সাধারণ মানুষ ভেঙে পড়েছেন।

শার্শা উপজেলা যুবদলের সদস্যসচিব ইমদাদুল হক ইমদাদ বলেন, এ আসনে সবচেয়ে জনপ্রিয় প্রার্থী তৃপ্তিকে বাদ দেওয়ায় নেতাকর্মীরা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, দলের হাইকমান্ড বিষয়টি পুনর্বিবেচনা করবেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩