শাহারিয়াজ উদ্দিন চৌধুরী, কক্সবাজার সদর প্রতিনিধিঃ
২৯ ডিসেম্বর সকাল পৌনে ১১টায় কক্সবাজার সদর মডেল থানা পুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে চেকপোষ্ট বসিয়ে অভিযানটি পরিচালনা করে।
জেলা পুলিশের মূখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস জানান-টেকনাফ থেকে একটি মাদকদের চালান নিয়ে কক্সবাজার শহরের দিকে আসা সাদা রংয়ের প্রভোক্স প্রাইভেটকার গাড়িটি (চট্টমেট্রো- খ-১১-১২৫৭) বিভিন্ন স্থানের চেকপোষ্টে ধাওয়া খেয়ে ঘটনাস্থলে আসলে রেজাউল করিম (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে ৯২ হাজার ৬০০পিস ইয়াবা ট্যাবলেট ও গাড়ি সহ আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত আসামী দীর্ঘদিন ধরে অবৈধ মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। সে টেকনাফ সদর ইউনিয়নের ডেইল পাড়ার আব্দুর রহিমের ছেলে।