দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ -৫ ( ছাতক-দোয়ারা) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী নমিনেশন দাখিল করেছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকাল আড়াই টার দিকে তিনি সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন তিনি।
এসময় সুনামগঞ্জ জেলা জামায়াতের সূরা সদস্য অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার, মাওলানা আব্দুস সাত্তার, দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডা: আব্দুল কুদ্দুস, ছাতক উপজেলা জামায়াতের আমীর মাওলানা আকবর আলী, দোয়ারাবাজার উপজেলা জামায়াতের আমীর ডা: হারুন অর রশীদ, সিলেট কোতোয়ালি থানার নায়েবে আমীর অ্যডভোকেট সিরাজুল ইসলাম।
পরে বিকাল সাড়ে তিনটার দিকে দলীয় নেতাকর্মীদের নিয়ে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা অরুপ রতন সিংহের সাথে সৌজন্যে স্বাক্ষাৎ করেন।
এসময় অন্যাদের মাঝে ছাতক উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা জালাল উদ্দীন, সাবেক পৌর আমীর শাহ আলম,ছাতক পৌর আমীর ইঞ্জিনিয়ার নোমান আহমদ, দোয়ারাবাজার উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসাইন, ছাতক উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফিজ জাকির হোসাইন,সিলেট মহানগর জামায়াতে নেতা ওবায়দুল হক শাহিনসহ ছাতক ও দোয়ারাবাজার উপজেলা জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় মাওলানা আব্দুস সালাম আল মাদানী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন যদি নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারে এবং সুষ্ঠু নির্বাচনি পরিবেশ তৈরি হয়, তাহলে ইনশাল্লাহ একটি উৎসবমুখর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই নির্বাচনে ন্যায় ও ইনসাফের পক্ষের বিজয় হবে।
তিনি আরো বলেন, বিগত ১৭ বছর মানুষ ভোট প্রয়োগ হতে বঞ্চিত ছিলেন। এবার সেই সুযোগ এসেছে। মানুষ এখন পরিবর্তন চায়। আর জামায়াতে ইসলামী'র মাধ্যমে এই পরিবর্তনের স্বপ্ন দেখছেন ভোটাররা।
এ সময় তিনি দলীয় প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি উদাত্ত আহ্বান জানান।
মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে সহকারী রিটার্নিং কর্মকর্তা'র কার্যালয় প্রাঙ্গণে জামায়াতে ইসলামী ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়।