সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৭ অপরাহ্ন
মোঃ হাসান হাওলাদার, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুর-৪ (কমলনগর–রামগতি) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আল্লামা খালেদ সাইফুল্লাহ মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার নির্ধারিত সময়ের মধ্যে কমলনগর উপজেলা নির্বাচন অফিসে তিনি তার মনোনয়নপত্র জমা দেন। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ কমলনগর ও রামগতি উপজেলা শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমা শেষে আল্লামা খালেদ সাইফুল্লাহ বলেন, ইসলামী আদর্শ, ন্যায়বিচার ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন। জনগণের সমর্থন পেলে লক্ষ্মীপুর-৪ আসনের সার্বিক উন্নয়নে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এ সময় নেতাকর্মীরা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে মনোনয়ন দাখিল কার্যক্রম সম্পন্ন করেন।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩