শাকিল, নকলা (শেরপুর) প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফাহিম চৌধুরী।
আজ সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে তিনি নকলা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মো: জাহাঙ্গীর আলম-এর নিকট আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফাহিম চৌধুরীর সাথে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমা দান শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের জানান, এলাকার উন্নয়ন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় তিনি বদ্ধপরিকর।
তিনি বলেন, "শহীদ জিয়ার আদর্শ এবং দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আমি এই নির্বাচনে অংশ নিচ্ছি। নকলা-নালিতাবাড়ীর সর্বস্তরের মানুষের দোয়া ও সমর্থন নিয়ে আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই।"
তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের সময় ঘনিয়ে আসায় শেরপুর-২ আসনে রাজনৈতিক তৎপরতা এখন তুঙ্গে। বিশেষ করে ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফাহিম চৌধুরীর প্রার্থিতা ঘোষণায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।