সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৬ অপরাহ্ন
মোঃ হাসান হাওলাদার, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুর-৪ (রামগতি–কমলনগর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ দিনে বিএনপির প্রার্থী এবি এম আশরাফ উদ্দিন নিজাম মনোনয়নপত্র জমা দিয়েছেন।
রোববার (শেষ দিন) দুপুরে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে তিনি তার মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র দাখিল শেষে এবি এম আশরাফ উদ্দিন নিজাম সাংবাদিকদের বলেন, জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন। রামগতি ও কমলনগরের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে তিনি কাজ করতে চান বলেও জানান তিনি।
এ সময় উপস্থিত নেতাকর্মীরা বলেন, এবি এম আশরাফ উদ্দিন নিজাম একজন পরিচ্ছন্ন ও জনপ্রিয় নেতা। তার নেতৃত্বে লক্ষ্মীপুর-৪ আসনে বিএনপি শক্ত অবস্থান গড়ে তুলবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, লক্ষ্মীপুর-৪ (রামগতি–কমলনগর) আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনেই বিএনপির প্রার্থী হিসেবে এবি এম আশরাফ উদ্দিন নিজাম মনোনয়নপত্র জমা দেন।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩