মোঃ শাহাদাত, গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধিঃ
শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলায় এক বাড়িতে ডাকাতির ঘটনায় নারীসহ ২ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
রবিবার ২৮ ডিসেম্বর রাত পোনে ১১ টার দিকে ইদিলপুর ইউনিয়নের পূর্ব মাছুয়্যাখালি গ্রামের আলতাফ তালুকদার এর বাড়িতে এই ঘটনা ঘটে। ডাকাতরা নগদ ৪৪ হাজার টাকা' একটি স্বর্ণের কানের রিং' তিন ভরি ওজনের রুপার একটি চেইন' একটি মোবাইল ফোন নিয়ে যায়।
এদিকে সোমবার সকালে ঘটনাস্থ্যল পরিদর্শন করেন শরিয়তপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার গোসাইরহাট সার্কেলম মোঃ শামসুল আরেফিন' ও গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিজুল ইসলাম।
ডাকাতদের হামলায় আহত হয়েছে' আলতাফ তালুকদার (৫৮) ও তার স্ত্রী সাফিয়া বেগম'(৫০) খরমধ্যে গুরুতর আহত হওয়ায় সাফিয়া বেগম শরিয়তপুর সদর হাসপাতালে ভর্তি আছে জানিয়েছেন তার পরিবার।
আহত আলতাফ তালুকদার জানান রাত পোনে ১১ টার দিকে ঘরের দরজা ভেঙ্গে ১০ থেকে ১২ জন ডাকাত দেশী অশ্রসহ ছুরি নিয়ে ঘরে ডুকে কোন কিছু বুজে উঠার আগেই অশ্র ধরে আলতাফ তালুকদার কে রশি দিয়ে বেধে ফেলে।
আলতাফ তালুকদার কে রশি দিয়ে বাধায় তার স্ত্রী এগিয়ে আসলে ডাকাত সাথে সাথে ছুরি দিয়ে আগাত করে আলতাফ তালুকদার এর স্ত্রী কে।