সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ০২:১৯ পূর্বাহ্ন
তাজ মাহমুদ, লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ
সারাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও অপারেশন ডেভিল হান্ট ফেজ -২ এর চলমান অভিযানে রাঙ্গামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক সরওয়ার হোসেন (৪৫) নামের একজনকে গ্রেফতার করেছে লংগদু থানা পুলিশ।
রবিবার (২৮ ডিসেম্বর) ভোর রাতে উপজেলার মাইনীমূখ ইউনিয়নের ইসলামাবাদ এলাকা থেকে সরোয়ার হোসেন (৪৫) কে ডেভিল হান্ট ফেজ-২ অপারেশনে আটক করে লংগদু থানা পুলিশ এবং আজ ২৯ ডিসেম্বর তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
লংগদু থানা পুলিশ সুত্রে জানা যায়, অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযান পরিচালনা করে মোঃ সরোয়ার হোসেন(৪৫) পিতা- মোক্তার হোসেন কে তার ইসলামাবাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তিনি লংগদু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদকের দায়িত্বে ছিলেন।
তার বিরুদ্ধে লংগদু থানার মামলা নং-৪ সহ বিভিন্ন ধারায় মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানায় পুলিশ।
লংগদু থানার অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া জানান, অপারেশ ডেভিল হান্ট ফেজ-২ অভিযান চলমান থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগীতা চান তিনি।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩