ফয়ছল আহমদ নুমান, কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধিঃ
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ফুড়ারপার আঞ্চলিক শাখা তালামীযে ইসলামিয়ার উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার ‘শীতবস্ত্র বিতরণ কর্মসূচি-২০২৫’ এর অংশ হিসেবে এই মহতী উদ্যোগ গ্রহণ করা হয়।
রবিবার (২৮ ডিসেম্বর) বিকাল ৫টায় ফুরারপাড় এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা তালামীযে ইসলামিয়ার সভাপতি শরীফ আহমদ মাহদী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "শীতের তীব্রতায় অসহায় ও দরিদ্র মানুষ যখন মানবেতর জীবনযাপন করছে, তখন তাদের পাশে দাঁড়ানো আমাদের ইমানি ও নৈতিক দায়িত্ব। মানবতার সেবায় তালামীযে ইসলামিয়া সবসময় রাজপথে ও আর্তমানবতার পাশে ছিল এবং আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে।"
ফুড়ারপার আঞ্চলিক শাখার আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা তালামীযের সহ-সভাপতি মোঃ ইব্রাহিম আলী, সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা নেতা মোঃ আতিক আহমদ, মোঃ আনসার উদ্দিন, মোঃ মিজান আহমদ ও পারভেজ আহমদ।
এছাড়াও উপস্থিত ছিলেন, দক্ষিণ রনিখাই ইউনিয়ন তালামীযের সাধারণ সম্পাদক লোকমান হেকিমসহ শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।