চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ
"আমরা সবাই হাদী হবো, যুগে যুগে লড়ে যাবো তুমি কে, আমি কে... হাদী হাদী" এমন স্লোগানে শহীদ ওসমান হাদীকে স্মরণ করেছে কুমিল্লার চৌদ্দগ্রামের একদল ফুটবল প্রেমী যুবক।
শনিবার বিকেলে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ফেলনা মধ্যমপাড়া যুব সমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার শুরুতে ওসমান হাদীর স্মরণে দুই দলের খেলোয়াড়েরা নানান স্লোগান দেন এবং এক মিনিট নীরবতা পালন করেন।
ফেলনা হাইস্কুল মাঠে আয়োজিত ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিমকোর্ট এর আইনজীবী ও ডিবেট বাংলাদেশ এসোসিয়েশন এর চেয়ারম্যান আল মামুন রাসেল।
কুমিল্লা বারের আইনজীবী এডভোকেট সাইফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম প্রেসক্লাব এর সেক্রেটারি মো: বেলাল হোসাইন, জেদ্দাস্থ চৌদ্দগ্রাম ফাউন্ডেশনের অন্যতম পরিচালক মো: আবদুল জলিল।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সামাজিক ব্যক্তিত্ব হাফেজ মর্তুজা মজুমদার, ওমান প্রবাসী একরামুল হক মজুমদার, ডুবাই প্রবাসী নাছির মজুমদার, হাছান মজুমদার, আবু রশিদ মজুমদার প্রমুখ। ফাইনাল খেলায় ফেলনা ইয়াং ফাইটারকে ২-১ গোলে হারিয়ে ফেলনা মুন স্টার এলিবেন চ্যাম্পিয়ন হয়।