কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধিঃ
সিলেটের কোম্পানীগঞ্জে একটি ধর্ষণ মামলা দায়েরের মাত্র ছয় ঘণ্টার মধ্যে প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। দ্রুততম সময়ের মধ্যে এই অভিযানে পুলিশের পেশাদারিত্ব ও তৎপরতা স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রশংসিত হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) রাতে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সফিকুল ইসলাম খানের সরাসরি নেতৃত্বে এসআই নাজমুল হক মামুন ও সঙ্গীয় ফোর্স এক বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানের অংশ হিসেবে কোম্পানীগঞ্জ থানার মামলা নং-২৮ (তারিখ: ২৭/১২/২০২৫ খ্রি.), ধারা: নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০২০) এর ৯(১)/৩০-এর ১নং আসামি জনিক বাবু দাসকে (৩২) গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত জনিক বাবু দাস উপজেলার পূর্ণাচ্ছগ্রাম এলাকার মৃত মানিক বাবু দাসের ছেলে। তার মায়ের নাম প্রতি রানী দাস।
পুলিশের একটি সূত্র জানায়, ধর্ষণের অভিযোগ পাওয়ার পরপরই বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে পুলিশ। আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান নিশ্চিত করে তার নিজ এলাকা পূর্ণাচ্ছগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে রোববার আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সফিকুল ইসলাম খান বলেন, "নারী ও শিশু নির্যাতনের মতো সামাজিক ও আইনি অপরাধ দমনে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এ ধরনের গুরুতর অপরাধে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে আমাদের টিম সর্বদা সজাগ রয়েছে।" দ্রুততম সময়ে আসামিকে গ্রেপ্তার করায় জনমনে স্বস্তি বিরাজ করছে।