এ.জে. নেজামউদ্দিন, চকরিয়া প্রতিনিধিঃ
চকরিয়া উপজেলার কোনাখালী লতাবুনিয়া স্টেশন সংলগ্ন “মধ্য কোনাখালী রওজাতুল কুরআন নূরানী মাদ্রাসা”-এর বার্ষিক নূরানী বোর্ড পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
এ পরীক্ষায় মোট ৩৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ২৩ জন এ+ এবং ১৫ জন এ গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়। এছাড়া এ মাদ্রাসা থেকে একজন শিক্ষার্থী সারা বাংলাদেশে সর্বোচ্চ নম্বরের তালিকায় (৮৯২ নম্বর, মোট ৯০০-এর মধ্যে) ৯ম স্থান অর্জন করেছে।
মাদ্রাসার প্রধান নোমান উদ্দিন আয়োবী বলেন, “এই ফলাফল আমাদের মাদ্রাসার সুনাম বয়ে এনেছে। প্রতি বছরই আমাদের মাদ্রাসার শিক্ষার্থীরা ভালো ফলাফল অর্জন করে। আমরা এই ধারাবাহিকতা বজায় রাখতে চাই।”
উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এলাকাবাসী।