শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১২:৩৮ পূর্বাহ্ন
আবু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে হাফেজ কোরআন খতমে কোরআন প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর )বিকালে বাতিসা দক্ষিণ কালিকাপুর সাহী জামে মসজিদের সামনে চান মিয়া আমিন উল্লা ফাউন্ডেশন ,সোনালী মেটাল ,ভাই ভাই চাউলের আড়ৎ এর উদ্যোগে কালিকাপুর বিভিন্ন মসজিদের মোক্তবে অধ্যায়নরত হাফেজ খতমে কুরআনদের মাঝে প্রধান অতিথির হিসাবে পুরস্কার বিতরণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচালক মুফতি সাহাব উদ্দিন।
দক্ষিণ কালিকাপুর শাহী জামে মসজিদের সভাপতি আবদুল মানানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাতিসা ইউনিয়ন জামাতের আমীর সাইয়েদ রাসিদুল হাসান জাহাঙ্গীর ,আমিন উল্লা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন জামাতের সাধারণ সম্পাদক মোতাহের হোসেন মোল্লা ,মডেল কলেজর প্রভাশক সোহরাব হোসেন ,কালিকাপুর পেসকার বাড়ি মসজিদের খতিব মাওলানা ইব্রাহিম ,বৈদ্দের বাজার জামে মসজিদের খতিব মাওলানা ইসমাইল হোসেন।
কালিকাপুর সামাজিক উন্নয়ন সংস্থা সভাপতি মোহাম্মদ সাহেদের পরিচালনা উপস্থিত ছিলেন চান মিয়া আমিন উল্লা ফাউন্ডেশন সভাপতি ডাঃ আমিন উল্লা ,বিশিষ্ট ব্যবসায়ী মাষ্টার কবির আহমেদ ,কালিকাপুর আল আকসা জামে মসজিদের খতিব আবুল কাসেম ,মধ্যম কালিকাপুর মসজিদের খতিব মাওলানা ইসমাইল হোসেন ,হাফেজ ইব্রাহিম , ইউনিয়ন জামাতের প্রচার সম্পাদক ইয়াকুব হোসেন সোহেল ,এচাক মিয়া ,আবদুল মালেক ,সিরাজুল ইসলাম ,আলী আশ্রাফ ,ছালে আহমেদ , মানিক পাটোয়ারী সহ কালিকাপুর গ্রামের সকল মসজিদের মোক্তবের ছাত্র ছাত্রীবৃন্দ।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩