শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ০১:০৩ পূর্বাহ্ন
মোঃ আতেফ ভূঁইয়া, গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪১নং ওয়ার্ডের ভাদুন উত্তম মেষপালক গীর্জায় ধর্মীয় ভাব গাম্ভীর্য পরিবেশে খ্রিস্টান সম্প্রদায়ের শুভ বড় দিন উদযাপন করেছে খ্রিষ্টান ধর্মালম্বীরা।
২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার)সকাল ০৯ টায় ভাদুন উত্তম মেষপালক গীর্জায় পাল পুরহিত সেন্টু কস্তার পরিচালনায় দেশ ও জাতির কল্যাণে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
শুভ বড়দিন উপলক্ষে উপস্থিত থেকে কেক কাটেন গীর্জার ভাইস প্রেসিডেন্ট ও দ্যা মেট্রোপলিটন খ্রিষ্টান হাউজিং সোসাইটি লিমিটেড এর পরিচালক এবং নৈপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর চেয়ারম্যান মি.সুজয় পিউরিফিকেশন, হারবাইদ খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর চেয়ারম্যান মি.তাপস এস কস্তা ,গীর্জার সাধারণ সম্পাদক রঞ্জিত পালমা, অমল ক্রুশ বাবলু, মিস্টার সুবীর,সঞ্জয় পিউরিফিকেশন, প্রশান্ত পিউরিফিকেশন,মারিয়া সংঘের সভাপতি মালঞ্চ পালমা, খ্রিষ্টান যুব সংঘের সভাপতি প্লাসিড,রঞ্জন পালমাসহ প্রমুখ ।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩