মোঃ হাসান হাওলাদার, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগতিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন -২০২৬ গনভোট ও সরকারি কর্মকর্তা - কর্মচারীদের পোষ্টাল ব্যালটে ভেটদান বিষয়ক অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও নিলুফা ইয়াসমিন নিপা। সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং সহকারী শিক্ষক গন উপস্থিত ছিলেন।
সভায় সভাপতি তার বক্তব্যে গণভোট বিষয় সচেতনতা মুলক প্রচারনা এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের পোষ্টাল ব্যালটে ভোটদান বিষয়ক বিভিন্ন বিষয় তুলে ধরেন। তিনি বলেন দেশে এ প্রদ্ধতিতে ভোট প্রথম অনুষ্ঠিত হতে যাচ্ছে সে কারণে নিয়ম কানুন এবং আয়োজন বিষয়ে আগে থেকেই জানা থাকা দরকার।