অলি উল্লাহ রিপন, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালী-২ (বাউফল) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন খেলাফত মজলিস মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা আইউব বিন মুছা।
আজ (২৪ ডিসেম্বর) দুপুর ২ টার দিকে বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি, পটুয়াখালী-২ আসনে মনোনয়ন ফরম সংগ্রহকারী প্রার্থী হিসেবে আলোচনায় এসেছেন ঘড়ি মার্কার এই প্রার্থী।
মনোনয়ন ফরম সংগ্রহ শেষে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় খেলাফত মজলিস মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা আইউব বিন মুছা বলেন,বাংলাদেশ ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও ইসলামী মূল্যবোধসম্পন্ন রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচনে অংশগ্রহণ করছে। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ইনসাফভিত্তিক শাসনব্যবস্থা কায়েম করতেই আমি এই আসন থেকে প্রার্থী ‘ঘড়ি’ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছে।