বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০:২৯ অপরাহ্ন
মোহাম্মদ সেলিম, ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধিঃ
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের মুসলিম বাজারে অবস্থিত আলহাজ্ব ছেমন খাতুন মহিলা হিফজখানা ও এতিমখানার শিক্ষার্থী সিদরাতুল মুনতাহা মাত্র পাঁচ মাসে পুরো কোরআন হিফজ সম্পন্ন করে দৃষ্টান্ত স্থাপন করেছেন।
মাত্র ১১ বছর বয়সী এই শিক্ষার্থী বর্তমানে এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন।
তিনি পূর্ব পোকখালী খায়রা পাড়া এলাকার বাসিন্দা জসিম উদ্দিনের কন্যা। দায়িত্বশীলরা জানান, পরিশ্রম, শৃঙ্খলা ও নিয়মিত চর্চার মাধ্যমে এ অর্জন সম্ভব হয়েছে।
প্রতিষ্ঠানের শিক্ষক হাফেজ হাবিব উল্লাহ্ মিছবাহ্ বলেন, এতো অল্প সময়ে হিফজ সম্পন্ন করা একটি বড় সাফল্য। তার নিষ্ঠা, অধ্যবসায় ও আল্লাহর রহমতেই এটা সম্ভব হয়েছে। আমরা অত্যন্ত গর্বিত। তিনি আরও সবার কাছে সিদরাতুল মুনতাহার জন্য দোয়া কামনা করেন।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩