দিনার, নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের নিকলী উপজেলার ছাতিরচর ইউনিয়নে ঘোড়উত্তরা নদীর তীরবর্তী প্রায় ১৫০ একর সরকারি খাস ফসলি জমি দখলমুক্ত করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (২৪ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রেহেনা মজুমদার মুক্তি ও সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্তের নেতৃত্বে ছাতিরচর এলাকায় এ উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে অংশগ্রহণ করে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে স্থানীয় একটি মহল নদীর তীরবর্তী এসব খাস জমি অবৈধভাবে দখল করে ফসল চাষাবাদ এবং গবাদিপশু পালন করে আসছিল। এসব জমি দখল ও ভোগকে কেন্দ্র করে ছাতিরচর ও বেয়াতিরচর গ্রামের বাসিন্দাদের মধ্যে সম্প্রতি তীব্র বিরোধ দেখা দেয়।
এতে এলাকায় যেকোনো সময় বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি হয়।
এমন পরিস্থিতিতে সরকারি সম্পদের সুরক্ষা এবং সম্ভাব্য সংঘাত এড়াতে প্রশাসন এ উদ্ধার অভিযান পরিচালনা করে। অভিযান শেষে উদ্ধারকৃত জমিতে লাল নিশানা টানানো হয়।
এ বিষয়ে নিকলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত বলেন, “ঘোড়উত্তরা নদীর তীরবর্তী চরের জমির মালিকানা সরকারের। খাস জমি দখলকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা থাকায় ১৫০ একর জমিতে লাল নিশানা দেওয়া হয়েছে। লাল নিশানা অতিক্রম করে কেউ স্থাপনা নির্মাণ বা দখলের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”